দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সেফ আলি খান (Saif Ali Khan) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'বিক্রম ভেদা'র টিজার (Vikram Vedha teaser released)। টিজারেই মালুম, এই লড়াই আসলে ভাল'র সঙ্গে মন্দের নয়।- এক মন্দের সঙ্গে আরেক মন্দের! পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করছেন সেফ আলি খান। হৃত্বিক রোশন (Hrithik Roshan) রয়েছেন গ্যাংস্টার ভেদার (Vikram Vedha) ভূমিকায়। টিজারটি শুরু হচ্ছে এই দুই অভিনেতার মুখোমুখি কথোপকথনের একটি দৃশ্য দিয়ে। যেখানে হৃত্বিকের চরিত্রটি সেফ-এর চরিত্রকে একটি গল্প বলতে আরম্ভ করছে।
আরও পড়ুন: দেশে সফল না হলেও আন্তর্জাতিক বক্স অফিসে হিট 'লাল সিং চাড্ডা'
তামিল ছবি 'বিক্রম ভেদা' (Vikram Vedha) রিলিজ করেছি ২০১৭ সালে। পুষ্কর-গায়ত্রী পরিচালিত সেই ছবিটি ব্যাপক হিট করে বক্স অফিসে। ছবিতে বিক্রমের ভূমিকায় ছিলেন আর মাধবন (R Madhavan)। ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপথী (Vijay Sethupathy)।
'বেতাল পঞ্চবিংশতী'র গল্পের ওপর ভিত্তি করে তৈরি এই ছবির মাধ্যমেই ১৯ বছর বাদে ফের একসঙ্গে হৃত্বিক রোশন ও সেফ আলি খান। শেষ ছবি তাঁরা দুজনে একসঙ্গে করেছিলেন 'না তুম জানো না হাম'।
ছবিটি (Vikram Vedha releases on 30th September) মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। ভক্তদের আশা, বলিউডের বিগ বাজেট সিনেমার যে দীর্ঘকালীন খরা চলছে বক্সঅফিসে, তা এই ছবির মাধ্যমেই কেটে যাবে।