দুর্ঘটনার কবলে বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা (Tanjin Tisha)। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে, অভিনেত্রীর গাড়িতে আচমকাই একটি ট্রাক এসে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সেই সময়ে গাড়িতেই ছিলেন অভিনেত্রী। সামান্য চোট লাগলেও ভাল আছেন অভিনেত্রী।
দুর্ঘটনার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, গত রাত ভয়ঙ্কর ছিল। দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। একটি ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। গাড়িটি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা। যেটা আমার খুব প্রিয় ছিল। এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়। যারা আমায় ভালবাসেন তাঁদের প্রার্থনায় আমি এখন সুস্থ আছি।'
আরও পড়ুন - জলসার নতুন ধারাবাহিকে ভয়ের আবহ! প্রকাশ্যে 'তুমি আশেপাশে থাকলে'-র টিজার