পটারহেডদের জন্য সুখবর। ছোট বেলার হিরো হ্যারি পটারের জাদু এবার ওয়েব সিরিজে। জে কে রাউলিংয়ের বইয়ের ভিত্তিতে হ্যারি পটারের ইউনিভার্স তৈরি হবে HBO ম্যাক্সের হাত ধরে।
হগওয়ার্টসে পড়তে আসা অনাথ ছেলে হ্যারি পটার। প্রায় তিন দশক ধরে যার জাদুতে মুগ্ধ হয়ে রয়েছে গোটা দুনিয়া। সেই মুগ্ধতাই ফের একবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা।
আরও পড়ুন - বনশালীর জন্মদিনের পার্টিতে চাঁদের হাট, কারা ছিলেন অথিতি হিসেবে?
তবে, এই সিরিজ মুক্তি পেতে এখনও দু'বছর সময় লাগবে। জানা গিয়েছে, ২০২৬ সাল থেকে এটি দেখানো শুরু হবে। ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে লেখা জেকে রাউলিংয়ের সাতটি বই থেকেই তৈরি করা হবে সিরিজ।