কুমুদিনী ভবনে (Kumudini Bhawan) দানা বেঁধেছে রহস্য। রহস্য ঘনাযে একটি খুনকে ঘিরে। হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ। একজন বিশেষক্ষমতা সম্পন্ন যুবকের ভূমিকায় ঋষভ, সে থাকে ছাদের ঘরে, সন্দেহভাজন অনেকেই। সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অম্বরীশ ভট্টাচার্য। জিজ্ঞাসাবাদে উঠে আসছে একের পর এক ক্লু। এদিকে অনেকদিন ধরেই ব্যোমকেশের মতো একটি কেস সলভ করার ইচ্ছে ঊষসীর। অম্বরিশ এবং উষসী কি পারবে রহস্যের কিনারা করতে? তারই উত্তর দেবে কুমুদিনী ভবন। এটি একটি হস্টেল। তা ঘিরেই একের পর এক রহস্য বাঁধছে দানা।
Aparajita Adhya: অপরাজিতার 'ঘর' করার ২৬ বছর! স্বামীর গালে চুমু এঁকে কেক কাটলেন অভিনেত্রী
সিরিজটি হইচই-তে মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট। অর্কদীপ ও মল্লিকানাথের ৰিচালনায় আসছে এই নতুন সিরিজ।