পরিচালক জন হালদার পরিচালিত ‘৩৬ ঘণ্টা’ ওয়েব সিরিজটি মুক্তির অপেক্ষায়। সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ কৌশিক রায়। এছাড়াও রিয়া গঙ্গোপাধ্যায়, সোমনাথ চক্রবর্তী, প্লাবন বসু, দেবশ্রী রায়দের দেখা যাবে সিরিজে।
Ranveer Singh: লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট! তড়িঘড়ি ডিলিট করলেন রণভির সিং
ধারে জর্জরিত এক যুবকের পালিয়ে বাঁচার গল্প, কিংবা হঠাৎ অনেকগুলো টাকা একসঙ্গে পাওয়ার পর জীবন অন্য দিকে বয়ে যাওয়ার কাহিনী নিয়েই তৈরী হয়েছে প্লট। সিরিজটি মুক্তি পাওয়ার কথা ক্লিকে।