সপ্তাহের প্রথম দিনেই আভাস মিলেছিল। দ্বিতীয় দিনেই মিলল সুখবর। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান। মঙ্গলবার প্রকাশ্যে এল জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ 'মির্জাপুর' ওয়েব সিরিজের টিজার। একই সঙ্গে এদিন এই ওয়েব সিরিজের মুক্তির তারিখও ঘোষণা করল অ্যামাজন প্রাইম।
শোনা যাচ্ছিল মির্জাপুর সিজন থ্রি জুলাই মাসে মুক্তি পাবে। সেই জল্পনাই সত্যি হল। মির্জাপুর সিজন থ্রি প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হতে চলেছে আগামী ৫ জুলাই। এদিন সকালে মুক্তির তারিখের পাশাপাশি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় এই ওয়েব সিরিজের টিজারও।
অ্যাকশন ড্রামায় ভরপুর এই ওয়েবসিরিজের ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি টিজারও প্রকাশ করা হয়েছে। যেখানে শুরু থেকেই জঙ্গলের দৃশ্য দেখানো হয়েছে। এরপর একে একে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, রশিকা দুগাল, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠি শর্মা সহ সকল অভিনেত্রীদের দেখা গিয়েছে।