টলিপাড়ার অন্দরের গুঞ্জনই সত্যি। 'ডাকঘর'-এর সাফল্যের পর প্রকাশ্যে এল পরিচালক অভ্রজিৎ সেনের আরও এক ওয়েবসিরিজের (New Bengali Web Series) খবর।
এই সিরিজে অভিনয় করছেন ইশা সাহা (Ishaa Saha) এবং সৌরভ দাস (Sourav Das)। সঙ্গে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তও (Swastika Dutta)। নতুন এই সিরিজের নাম 'অন্তরমহল।'
'ডাকঘর' সিরিজের প্রেক্ষাপটে ছিল গ্রামের সহজ সরল জীবন যাপন। সেখানকার মানুষের সারল্যের গল্প। তবে, নতুন এই ওয়েব সিরিজের প্রেক্ষাপটের গল্প সম্পর্কে এখনই কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন - দেবের প্রশংসনীয় উদ্যোগ, বিশেষ চাহিদা সম্পন্ন খুদেদের গান 'বাঘা যতীন' ছবিতে
গল্পের আভাস না মিললেও সিরিজের শ্যুটিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সিরিজটির প্রযোজনায় রয়েছে হইচই।