মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের তৃতীয় সিজন। যা নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই জনপ্রিয় ওয়েবসিরিজের তৃতীয় সিজনে অভিনয় করার জন্য কলাকুশলীদের কত পারিশ্রমিক পেয়েছে জানেন?
শোনা যায়, এই সিরিজে অভিনয় করার জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন জীতেন্দ্রকুমার। সচিবের চরিত্রে অভিনয় করতে মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা আয় করেছেন তিনি।
এই সিরিজের তৃতীয় সিজনে গ্রামপ্রধানের ভূমিকায় অভিনয় করে নীনা গুপ্ত পারিশ্রমিক নিয়েছেন মোট ৪ লক্ষ টাকা। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা রঘুবীর যাদব।
এই ওয়েবসিরিজে অভিনয় করেই নিজের কেরিয়ার শুরু করেছেন চন্দন রায়। তিনি পেয়েছেন মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা। তবে, বাকি চরিত্র কত উপার্জন করেছেন তা এখনও জানা যায়নি।