হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ কলঙ্ক, এই সিরিজে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), এবং রাইমা সেন (Raima Sen) । রাইমার জন্মদিনের দিন সিরিজে তাঁর ফার্স্ট লুক সামনে এসেছিল। ‘হ্যালো’, ‘রক্তকরবী’ র মতো বেশ কিছু ওয়েবে নজর করেছিলেন রাইমা। সিরিজটি পরিচালনা করছেন অভিমন্যু মুখোপাধ্যায়। সিরিজে রাইমা অভিনয় করবেন একজন মায়ের চরিত্রে, যার নাম চৈতি।
Viral Jamal Kudu Song: ট্রেন্ডিং লিস্টের শীর্ষে জামাল কুদু, জানেন এই গানের বাংলা মানে?
ঋত্বিক রাইমার বৈবাহিক জীবন নিয়ে এগোবে গল্প, যাঁদের মধ্যে বোঝাপড়াই ছিল মূল বিশ্বাস। তাঁদের সুখী বিবাহিত জীবনে একটিই চুক্তি ছিল, অন্য কারোর প্রেমে পড়লেও তারা একে অপরের কাছে মিথ্যা বলবে না। কিন্তু শেষ অবধি কি সেই কথা রাখতে পারবে রঙ্গন, চৈতি? সেই উত্তর দেবে কলঙ্ক।