হ্যালো, রক্তকরবীর পর আরও একটা নতুন বাংলা ওয়েব সিরিজে (Bengali Web series) রাইমা সেন (Raima Sen)। টলিপাড়ায় গুঞ্জন, সাহানা দত্তের পরিচালনা নতুন সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে রাইমাকে । সিরিজে নাম কলঙ্ক । ইতিমধ্যেই তার পোস্টার প্রকাশ্যে এসেছে ।
জানা গিয়েছে, 'কলঙ্ক'-এ অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রাইমার কাছে । সূত্রের খবর, প্রস্তাবে রাজি হয়েছেন অভিনেত্রী। পুজোর পরেই এই সিরিজের শুটিং শুরু হবে। তবে, কী নিয়ে সিরিজের গল্প, তা এখনও জানা যায়নি । অনেকে মনে করছেন, সাহানা-র বেশিরভাগ সিরিজ যেহেতু নারীকেন্দ্রিক, সেক্ষেত্রে 'কলঙ্ক'-তেও সেই ছোঁয়া থাকতে পারে ।
আরও পড়ুন - দুর্গাপুজো মানেই চিট ডে, কোন খাবার না হলে পুজো জমে না নীল-তৃণার ?
জানা গিয়েছে, হইচই-এ দেখা যাবে সিরিজটি । সম্প্রতি, হইচই তাদের নতুন সিজনের জন্য একাধিক ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে । তার মধ্যে অন্যতম হল কলঙ্ক । রাইমা-কে আবারও ওয়েব সিরিজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।