টলি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হতে চলেছে নতুন গোয়েন্দার । এতদিন ধরে বড়পর্দা ও ওটিটিতে রাজ করেছে ফেলুদা, বোমকেশ বক্সী, কাকাবাবু, মিতিন মাসিরা । এবার বিদ্যুৎলতা বটব্যালকে পর্দায় দেখবেন দর্শক । আগে জানা গিয়েছিল, অরিন্দম শীলের হাত ধের পর্দায় আসবে গোয়েন্দা চরিত্রটি । তবে, এখন শোনা যাচ্ছে অন্য নাম ।
জানা গিয়েছে, বিদ্যুৎলতা বটব্যালকে দর্শকদের সামনে পর্দায় তুলে ধরার দায়িত্ব নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় । তবে, বড়পর্দায় নয়, ওটিটিতে সিরিজ হিসেবে মুক্তি পাবে । সিরিজের নাম এখনও জানা যায়নি । জানা গিয়েছে, বিদ্যুৎলতা বটব্যালের চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। এছাড়া, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী । যদিও, এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি সৃজিত ।
অধীশা সরকারের তৈরি চরিত্র বিদ্যুৎলতা বটব্যাল আসলে একজন হ্যাকার । কলকাতার বিখ্যাত যৌনপল্লী সোনাগাছিতে বাস । তীক্ষ্ণ বুদ্ধি তাঁর । অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করে সে । সেরকমই চরিত্রে এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে পর্দায় ।