আচমকাই হাজারো অনুরাগীদের মন ভেঙে নিজের বিয়ের ঘোষণা করেছিলেন কারাগার খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিন (Tasnia Farin)। অভিনেত্রীর দীর্ঘ আট বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে। লাল টুকটুকে ঢাকাই শাড়িতে বিয়ের দিন সেজেছিলেন তাসনিয়া। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বিশেষ মুহূর্তের ছবি। এর পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় গেলেন নায়িকা?
সেই কথাও এবার নিজে মুখে জানালেন অভিনেত্রী। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-কে তাসনিয়া জানিয়েছেন, নিজের কাজের ব্যস্ততা রয়েছে। তার উপর স্বামী শেখ রেজওয়ানেরও রয়েছে আমেরিকা ফেরার তাড়া। তাই অল্প কয়েকদিনের জন্য নীল জল আর বালিয়াড়িকেই বেছে নিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন - এমিনেম, রিহানাদের পিছনে ফেলে, স্পটিফাইয়ের সেরার তালিকায় তিনে অরিজিৎ সিং
চার দিনের জন্য মলদ্বীপে গিয়েছিলেন এই নবদম্পতি। একটি প্রাইভেট রিসর্টে ছিলেন ওই কটা দিন। বেশ একান্তেই কেটেছে আর কটা দিন থাকতে পারলে ভাল লাগত বলেও আক্ষেপ করেছেন অভিনেত্রী।