এক বছরের প্রেম, দেখা হওয়ার দিনেই সারা জীবন একসঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন নায়িকা সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ছিমছাম বিয়েতে বিশেষ জাঁকজমক ছিল না। আগেই জানা গিয়েছিল, খুব কম লোকজনকে নিয়েই সারবেন শুভ কাজ। সারাদিন কার্যত অপেক্ষায় ছিলেন অনুরাগীরা, কখন একঝলক দেখা যাবে নবদম্পতিকে। খুব কম অতিথিদের নিয়ে সই-সাবুদ করে চার হাত এক হয়েছে শোভন-সোহিনীর।
কথা আছে পরে একটি পার্টি দেবেন সোহিনী-শোভন। টলিপাড়ার চেনা মুখ কমই ছিল তাঁদের বিয়েতে। খুব বাছা কয়েকজন কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেছেন শোভন সোহিনী।
টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন, সৌরভ-দর্শনা। দর্শনার শেয়ার করা একটি গ্ৰুপ ফটোতে দেখা গেল উপস্থিত ছিলেন প্রান্তিক-অঙ্কিতা। ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশীষ, ছিলেন রণিতাও। সোহিনী শোভনের শুভদিনে উপস্থিত ছিলেন শ্রীজাত এবং দুর্বাও।