'ওহ লাড়কি যো','সুনো না সুনো না','বাদশা ও বাদশা', 'ম্যায় কোই এয়েসা গীত গাও'...গানগুলোর বয়স প্রায় ২০ বছর হয়ে গেলেও, আজও বেশিরভাগ মানুষের পছন্দের গানের তালিকায় সবার উপরে । নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে শাহরুখ-অভিজিৎ জুটির হাত ধরে এমনই কিছু এভারগ্রিন গান উপহার পেয়েছেন মানুষ । বর্তমানে যেমন শাহরুখের অধিকাংশ গানে থাকে অরিজিতের কণ্ঠ । কিন্তু, একটা সময় এমন ছিল, কিং খানের প্রতিটি সিনেমাতেই অভিজিতের কণ্ঠ থাকবেই । কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাঁদের সম্পর্কে প্রথম দিকে ভালই ছিল বলে জানা গিয়েছে । কিন্তু হঠাৎ কী হল ? অভিজিৎ আর শাহরুখের জন্য প্লেব্যাক করেন না । কোনওদিন হয়তো করবেনও না । অভিজিতের কথায়, শাহরুখের সমর্থন বা সাহায্যের তাঁর প্রযোজন নেই ।
অনেক দিন ধরেই শাহরুখের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন অভিজিৎ । তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, এমন নয় যে, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক পুরো ভেঙে গিয়েছে । কিন্তু, শাহরুখ এখন আর মানুষ নেই,বিরাট মাপের তারকা । নিজেও হয়তো জানে না, কোথায় পৌঁছে গিয়েছে । তাই শাহরুখের থেকে তিনি কিছুই আশা করেন না । অভিজিৎ আরও বলেন, "আমি যেমন ছিলাম, তেমনই রয়ে গিয়েছি । শাহরুখের চেয়ে ৫-৬ বছরের বড় আমি । শাহরুখ প্রায় ৬০ পেরিয়েছেন। তিনিও ষাটোর্ধ্ব। দু’জনেরই আত্মসম্মানবোধ রয়েছে। ... তাই আমার বা ওঁর সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই ।"
শাহরুখ-অভিজিতের এই দূরত্বের কথা অজানা নয় । তবে, আবার নতুন করে কেন পেজ থ্রি পাতায় তাঁদের নিয়ে চর্চা চলছে ? নেপথ্যে আমেরিকার পপ তারকা ডুয়া লিপা । সম্প্রতি, মুম্বইয়ে একটি অনুষ্ঠান ছিল তাঁর । সেখানেই তাঁর কণ্ঠে শোনা যায় 'লড়কি যো সবসে অলগ হ্যায়' । তাঁর গান 'লেভিটেটিং'-এর সঙ্গে শাহরুখের সিনেমার গানটি মিলিয়ে মাশ-আপ গেয়েছিলেন । যা মুগ্ধ করেছে দর্শকদের । সোশাল মিডিয়ায় ভাইরালও হয় সেই গান । কিন্তু, সমস্যা একটাই । সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু
শাহরুখ ও ডুয়া লিপার জয়জয়কার । অভিজিতের আক্ষেপ, কেউ গানটার সুরকার ও গায়কের কথা মনে রাখল না ।
অভিজিতের কণ্ঠে অভিমানের সুর, বলেন, বাদশা সিনেমার যে গানটি গাইলেন, সেটি গাওয়ার সময় তাঁর বা অনুজির নাম করা উচিত ছিল। দেশে নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয় গায়কদের কথা কেউ মনে রাখে না । তারপরই গায়কের প্রশ্ন,
কে ডুয়া লিপা? সেটা নিয়ে তাঁর মাথাব্যথা নেই। পাত্তাও দেন না এতটুকু । তবে গানটি আগেও যেমন জনপ্রিয় ছিল, এখন আরও বেশি জনপ্রিয়তা অর্জন করল ।
শাহরুখের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতির কারণ কী ? আত্মসম্মান । এক সাক্ষাৎকারে গায়ক জানান, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হলে মনে হয়, যথেষ্ট হয়েছে। তিনি তো শাহরুখের জন্য গান গাননি । নিজের কাজের জন্য গেয়েছেন। একটা সময়ে তিনি যখন দেখলেন সাধারণ চা বিক্রেতাকে সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু তাঁকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না, কখনই তিনি শাহরুখের জন্য প্লেব্যাক না করার সিদ্ধান্ত নেন । অভিজিৎ পণ করেন, প্রয়োজনে শাহরুখকে ক্ষমা চাইতে হবে তা না হলে কেন তিনি তাঁর জন্য গান গাইবেন ? ২০০৯-এর পর থেকে শাহরুখের থেকে মুখ ফিরিয়েছেন অভিজিৎ । এই বিষয়ে অবশ্য শাহরুখের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ।