চার বন্ধুর অরণ্য যাপন, এটুকু বললেই চোখের সামনে ভাসে 'অরণ্যের দিনরাত্রির' আইকনিক কিছু দৃশ্য। যদি বলি এবার গল্পটা একটু আলাদা, চার বন্ধুর চারজনই মেয়ে। আসছে সুমন মৈত্রর নতুন ছবি 'আবার অরণ্যে দিনরাত্রি'। চার মেয়ের জঙ্গলের জীবন। টিজার মুক্তি পেল সদ্য।
Dashami 2: ১১ বছর পর পর্দায় ফিরছে দশমী ২, এবারেও কি ইন্দ্রনীল কোয়েলই বাঁধছেন জুটি?
ছবির কেন্দ্রীয় চরিত্রে পায়েল সরকার, অলিভিয়া, রূপসা মুখোপাধ্যায় এবং তনিমা সেনরা। নারীকেন্দ্রিক ছবি/সিরিজ বলিউডের তুলনায় টলিউডে কম, তার ওপর একাধিক নারী চরিত্র কেন্দ্রীয় চরিত্রে, এমন ছবি তো হাতে গোনা, সে দিক থেকে 'আবার অরণ্যে দিনরাত্রি নিঃসন্দেহে অভিনব।
পরিচালক জানিয়েছেন, নাম ছাড়া সত্যজিতের আইকনিক ছবির সঙ্গে কোনও মিল নেই এই ছবির, একেবারেই মৌলিক গল্প নিয়ে ছবি। চার মহিলা ট্র্যাভেল ব্লগারের গল্প। নেপথ্যে উত্তরের জঙ্গল।