ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে 'চিনেবাদাম' (Chinebadam)। টলিপাড়ায় জোর গুঞ্জন, পরিচালক শিলাদিত্য মৌলিকের (Shieladitya Moulik) বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন ছবির নায়ক যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। বুধবার সারাদিন এই খবরের চাপা আঁচে ফুটেছে বাংলা বিনোদন (Tollywood) দুনিয়া। শিলাদিত্যের এই ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন যশ। সেখান থেকেই মনোমালিন্যের সূত্রপাত। যার জেরে ছবির শেষ মুহূর্তের প্রচার এবং প্রিমিয়ারে অংশ নেননি নায়ক। ছবির প্রচার সারতে হয়েছিল শিলাদিত্য এবং ছবির নায়িকা-প্রযোজক এনা সাহাকে।
টলিপাড়ার সুত্র বলছে, বুধবার সকালেই যশের তরফ থেকে পরিচালককে আইনি নোটিস (Defamation case notice) পাঠানো হয়েছে। তার পরে শিলাদিত্য মৌলিকও যোগাযোগ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে। তাঁর কাছে যশের তরফ থেকে আগে পাঠানো ছবি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ রয়েছে। পরিচালক এবং প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই বার্তা হাতিয়ার করেই নাকি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকতে চলেছেন তিনি।
আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়
‘চিনেবাদাম’ মুক্তির আগে নানা বিষয় উঠে এসেছিল। তবে পরিচালকের তরফে নাকি জানা গিয়েছিল সিনেমার ট্রাইট্রেল ট্র্যাকের শুরুতে একটা কালো ছেলেকে দেখানো হয়। যা নিয়ে নাকি আপত্তি তুলেছিলেন যশ (Yash Dasgupta)। সেই নিয়ে তখনই প্রতিক্রিয়া এসেছিল যশের তরফে। বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, ‘যা বিবৃতি দেওয়া হয়েছে তা সর্বৈবভাবে মিথ্যা ও ভুয়ো। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব, গোটা বিষয় নিয়ে আমরা আইনজীবীর সঙ্গে আলোচনা করেছি। খুব শীঘ্রই এই ব্য়াপারে বিস্তারিত জানানো হবে।’