টলিউড থেকে বলিউড পাড়ির স্বপ্নটা সত্যি হয়েছে আগেই...স্বপ্নের উড়ান আরও দীর্ঘ হতে চলেছে যশ দাসগুপ্তর। খুব শিগগির নাকি বলিউডের সবচেয়ে বড় ব্যানারে কাজ করতে চলেছেন যশ। যশরাজ ব্যানার।
টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ইতিমধ্যে আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করে কথাবার্তাও পাকা হয়েছে। তবে যশ টিনসেল টাউনে গিয়ে খাতা খুলেছেন আগেই। টি সিরিজের (T Series) প্রযোজনায় ইয়ারিয়া ২ ছবিতে যশের নায়ক দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। শুটিং শেষ, আগামী বছর মুক্তি পাবে ইয়ারিয়া ২।
টলিউডেও যশের ছবির সংখ্যা নেহাত কম নয়, যদিও অভিনয় জগতে যশের পা রাখা টেলিভিশন দিয়েই। অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা, রণবীর সিংয়ের মতো অভিনেতাদের কেরিয়ারের শুরু এই যশরাজ ব্যানার থেকেই। এবার হয়তো সেই তালিকায় ঢুকতে চলেছেন টলিউডের যশও।