ফের আরও একটি ছবির ঘোষণা যশরাজ ফিল্মসের (YRF)! ফের তুঙ্গে ভক্তদের উন্মাদনা! ২ দিন আগেই শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান'-এর (Pathaan) মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার সলমন খানের (Salman Khan) বহুপ্রতীক্ষিত ছবি 'টাইগার থ্রি'-এর (Tiger 3) মুক্তির তারিখ ঘোষণা করল এই প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: বিহারের ভাগলপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ১০ জনের, আশঙ্কাজনক ৯
সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবিই বক্স অফিসে তুমুল সাফল্যের মুখ দেখেছিল। এই ছবিটির ক্ষেত্রে তার অন্যথা হবে না বলেই ধারণা ভক্ত ও ফিল্ম বিশেষজ্ঞদের। ছবিটিতে সলমন খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও রয়েছেন ইমরান হাশমি।
টিজারে দেখা যাচ্ছে, কয়েকজন অল্প বয়সী যুবকের সঙ্গে মার্শাল আর্ট করতে করতে মুখে একটি কাপড় চাপা দিয়ে শুয়ে থাকা 'টাইগার' সলমন খানকে ক্যাটরিনা কাইফ জিজ্ঞাসা করছেন, 'রেডি'? যার উত্তরে সলমন বলছেন, 'টাইগার ইজ অলওয়েজ রেডি'!
আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি (Tiger 3 date announcement) পাবে ২০২৩ সালের ২১ এপ্রিল।