মহাদেব বেটিং অ্য়াপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হল অভিনেতা সাহিল খানকে। শনিবার মুম্বই পুলিশের সাইবার সেলের অধীনস্থ স্পেশাল ইনভেস্টিগেশন টিম ছত্তিশগড় থেকে তাঁকে আটক করেছে। রবিবার সকালেই এবিষয়ে জানানো হয়েছে।
Read More- বেটিং অ্যাপে IPL-এর বেআইনি সম্প্রচার! সমন পেলেন তমন্না ভাটিয়া-সঞ্জয় দত্ত
জানা গিয়েছে, ছত্তিশগড়ের জগদলপুরের একটি এলাকায় লুকিয়ে ছিলেন সাহিল খান। আগেই গ্রেফতারি আটকাতে বম্বে হাইকোর্টের গিয়েছিলেন অভিনেতা। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয়। তারপরেই শনিবার তাঁকে আটক করা হয়।
মহাদেব বেটিং অ্য়াপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ। অভিযুক্তদের মধ্যে নাম ছিল সাহিল খানের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হয়েছিল। অবশেষ শনিবার আটক করা হয়েছে।