অযোধ্যায় বলিউড। এক সারিতে অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। সোমবার সকালেই মুম্বই থেকে রওনা দিয়েছিলেন তারকারা। বিশেষ বিমান সবাই এখন অযোধ্যায়। বাবা অমিতাভকে নিয়ে মন্দিরের অনুষ্ঠান দেখতে এসেছেন ছেলে অভিষেক বচ্চন। তার আগে থেকে অপেক্ষা করছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।
নিজেদের পরিচয় দেখিয়ে মন্দিরের অনুষ্ঠানে হাজির হয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাটরা। হাজির আছেন মাধুরী দীক্ষিতও। এদিন সকালেই একটি বিশেষ বিমানে অযোধ্যায় আসেন তারকারা। রবিবারই অযোধ্যায় এসেছেন কঙ্গনা রানওয়াত এবং পরিচালক মধুর ভান্ডারকর।
মন্দির প্রাঙ্গনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, মিতালি রাজ-সহ ক্রীড়াক্ষেত্রের বাকিরা। অনুষ্ঠানে যোগ দেবেন সচিন তেন্ডুলকরও।