অরুণাচল প্রদেশের ক্ষমতা ধরে রাখল BJP। এর ফলে চিনকে চাপে রাখা যাবে বলে মনে করছেন কূটনীতিকরা। কারণ একাধিকবার অরুণাচল প্রদেশকে নিজেদের জায়গা বলে দাবি করেছিল চিন। কিন্তু সেখানে BJP-জয়ী হওয়ার ফলে লাল ফৌজের সক্রিয়তা কমার সম্ভাবনা রয়েছে।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই প্রকাশ পেয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল। ওই নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি। সেখানকার ৬০টি আসনের মধ্যে ১০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল BJP। বাকি ৫০টি আসনের ভোট গণনা হয় রবিবার।
ফলাফল প্রকাশ হতেই বিজেপি প্রায় প্রতিটি আসনে এগিয়ে যায়। এবং বেলা গড়াতেই ছবি স্পষ্ট হতে শুরু করে। সেখানকার ৬০টি আসনের মধ্যে ৪৬টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। অপরদিকে সিকিমে ক্ষমতায় ফিরছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা। ৩২টি আসনের মধ্যে SKM একাই পেয়েছে ৩১টি আসন। এবং একটি আসনে জয় পেয়েছে পবন কুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট।
গালওয়ানকাণ্ডের পর লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশে চিনা ফৌজের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তাদের আক্রমণ ঠেকাতে অরুণাচল প্রদেশে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এমনকি চিন সীমান্তে নতুন সুরঙ্গপথেরও উদ্বোধন করেছিলেন মোদী। এই পরিস্থিতিতে সেখানকার বিধানসভার ক্ষমতা BJP-দখল করার ফলে চিনকে চাপে রাখা যাবে বলেই মনে করছেন কূটনীতিকরা।
রবিবার শুধুমাত্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হল রবিবার। যদিও অরুণাচল প্রদেশ এবং সিকিম লোকসভা ভোটের গণনা হবে আগামী মঙ্গলবার।