খোঁজ পাওয়া গেল অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) নিখোঁজ কিশোরের। অভিযোগ, এই কিশোরকে চিনের পিপল লিবারেশন আর্মি (PLA) অপহরণ করেছিল। ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক ও লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে রবিবার জানিয়েছেন, "কিশোরকে ফেরানোর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এগোনো হচ্ছে।"
গত ১৯ জানুয়ারি মিরাম তারন (Miram Taran) নামে এক কিশোর অরুণাচলের সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। বিজেপি সাংসদ তাপির গাও (BJP MP Tapir Gao) অভিযোগ করেন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পিএলএ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। মিরাম অপহৃত হলেও পালিয়ে যায় তাঁর এক বন্ধু।
আরও পড়ুন: নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন হবে বাংলায়, বললেন মুখ্যমন্ত্রী
ভারতীয় সেনার পক্ষ থেকে পিএলএ-এর সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে,গাছ-গাছড়া সংগ্রহ করতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের আশপাশে অনেকবার দেখা গিয়েছে ওই যুবককে।
অরুণাচল প্রদেশে যদিও এই ঘটনা নতুন নয়। ২০২০ সালের মার্চেও এক ২১ বছরের যুবককে অপহরণের অভিযোগ ওঠে পিএলএ-এর বিরুদ্ধে। সেই বছর সেপ্টেম্বর মাসে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে বলে ফের অভিযোগ ওঠে। সেনাবাহিনীর হস্তক্ষেপেই তাদের ফেরানো হয়।