লোকসভার সেমিফাইনালে প্রাথমিক ফলে বিজেপি দুই, কংগ্রেস দুই। ফলে যা ইঙ্গিত তাতে পাঁচ বছর পর রাজস্থানে ক্ষমতায় ফিরছে বিজেপি। মধ্যপ্রদেশ তারা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। উল্টোদিকে অন্ধ্রপ্রদেশ ভাগের পর এই প্রথম সরকার গড়তে পারে কংগ্রেস। এমনকী, ভূপেশ বাঘেলের কাঁধে ছত্তীশগড় ধরে রাখতেও মরিয়া শতাব্দী প্রাচীন এই দল।
রাজনৈতিক মহলের মতে, মোটামুটি এই চার রাজ্যের বিধানসভার ফল দেখেই স্থির হতে পারে আগামী বছর লোকসভা ভোটের দিনক্ষণ। প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, কাঁটে কী টক্কর হতে চলেছে।
প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। টানটান উত্তেজনা সব শিবিরেই। রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা ভোটের আগে চার বড় রাজ্যের ভোটের ফল তৈরি করে দিতে পারে কেন্দ্রীয় রাজনীতির নতুন অভিমুখ। রাহুল গান্ধীর ভারত জড়ো নাকি নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রতিশ্রুতি, কোনটা ক্লিক করবে, তা স্পষ্ট হয়ে যাবে এদিনের ফলে।