কে ওড়াবে প্রথম আবীর ? কে বিলোবে প্রথম লাড্ডু ? কোন রাজনৈতিক দলের সদরে থাকবে ভিড় ? কোন দরজার সামনে ফাটবে আতস বাজি ? আজ, ছুটির রবিবার। মিনোজ মিজোরামকে বাদ দিয়ে, বাকি চার বড় রাজ্য থেকে আসবে লোকসভার সেমিফাইনালের ফল। সকাল আটটা থেকে মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান ও তেলঙ্গনাতে শুরু হবে গণনার খেলা।
রাজনৈতিক মহলের মতে, মোটামুটি এই চার রাজ্যের বিধানসভার ফল দেখেই স্থির হতে পারে আগামী বছর লোকসভা ভোটের দিনক্ষণ। প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, কাঁটে কী টক্কর হতে চলেছে। বিশেষ করে, ছত্তীশগড় এবং তেলঙ্গনায় বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আবার রাজস্থানে বিজেপিকে এগিয়ে রেখেছে বুথ ফেরত সমীক্ষা। তবে, মধ্যপ্রদেশ এবার ত্রিশঙ্কু বলেই দাবি করা হচ্ছে।
প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। টানটান উত্তেজনা সব শিবিরেই। রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা ভোটের আগে চার বড় রাজ্যের ভোটের ফল তৈরি করে দিতে পারে কেন্দ্রীয় রাজনীতির নতুন অভিমুখ। রাহুল গান্ধীর ভারত জড়ো নাকি নরেন্দ্র মোদীর উন্নয়ন প্রতিশ্রুতি, কোনটা ক্লিক করবে, তা স্পষ্ট হয়ে যাবে এদিনের ফলে।