রাজ্য়ের শিক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আদালতের নির্দেশে এই অভিযোগের তদন্ত করছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়-সহ সাত জনকে। এই অবস্থায় কেন্দ্রীয় রিপোর্টে রাজ্য়ের শিক্ষার মুকুটে নতুন পালক বসল। এক নয়া স্বীকৃতি দিল কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অধীনে থাকা এনসিআরটি। মূলত মেধাবৃত্তিতে দেশের বাকি রাজ্য়ের তুলনায় এগিয়ে বাংলা। কেন্দ্রের এই রিপোর্ট আসার পরেই রাজ্য়ের পড়ুয়া এবং অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় রিপোর্টে বাংলা এক নম্বরে। দেশের বাকি সব রাজ্যেকে পিছনে ফেলে দিয়েছে বাংলার পড়ুয়ারা। এই কৃতিত্ব তাদের এবং তাদের অভিভাবকদের। তাঁর বিশ্বাস এ ভাবেই বাংলা এগিয়ে যাবে। শিক্ষায় সবার উপরে প্রতিষ্টিত হবে।
ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রকের অধীনেই এনসিআরটি। সম্প্রতি তারা একটি সমীক্ষা করেছিল। মূলত আন্তর্জাতিক দক্ষতার সূচকের নিরিখে সংখ্য়াতত্ত্বে দেখা গিয়েছে বাংলার পড়ুয়াদের মেধাবৃত্তি অনেকটাই বেশি।