রাজধানীর বুকে ফের খুনের অভিযোগ উঠল। এবার পার্টি অফিসে ঢুকে বিজেপি নেতাকে খুনের অভিযোগ উঠল রাজধানী দিল্লির দ্বারকা এলাকায়। নিহত বিজেপি নেতার নাম সুরেন্দ্র মতিয়ালা।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এক আত্মীয়ের সঙ্গে নিজের পার্টি অফিসে বসে টিভি দেখছিলেন ওই নেতা। সেই সময় আচমকাই দু'জন দুষ্কৃতী অফিসে ঢুকে পড়ে। মারধর করা হয় ওই বিজেপি নেতাকে। অভিযোগ, এরপর বিজেপি নেতাকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, মোট তিনজন মিলে এই ঘটনা ঘটিয়েছে। দু'জন নেতা দফতরে ঢোকে। বাইরে পাহারা দিচ্ছিল আরও এক দুষ্কৃতী। আততায়ীদের মুখ ঢাকা ছিল । সেই কারণে এখনও পর্যন্ত তাঁদের চিহ্নিত করতে পারেনি পুলিশ ।