করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মা সনিয়া গান্ধী। আগেই সেকথা জানিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে ছুটির আবেদন করেছিলেন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরল্ড মামলায় টানা তিনদিন জেরার পর রাহুলের সেই ছুটি বৃহস্পতিবার অবশেষে মঞ্জুর করেছে ইডি। গত তিনদিনে প্রায় ৩০ ঘন্টা জেরা করা হয়েছে ওয়াইনাডের কংগ্রেস সাংসদকে। সূত্রের খবর, আগামী সোমবার ইডির দফতরে যাবেন রাহুল। ওইদিনই তাঁকে সমন পাঠানো হবে।
ন্যাশনাল হেরল্ড মামলায় ৩০ ঘন্টা ম্যারাথন জেরার মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার ইডির কাছে একদিনের বিরতি চেয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই হিসেবে শুক্রবারই ফের তাঁর যাওয়ার কথা ছিল ইডি দফতরে। কিন্তু পরে তিনি আর্জি জানান, তাঁকে আরও কয়েকদিন সময় দেওয়ার জন্য। অবশেষে সেই আর্জি মেনে নিল কেন্দ্রীয় এজেন্সি।যদিও বৃহস্পতিবার গভীর রাতে অসুস্থ সনিয়াকে দেখতে দিল্লির হাসপাতালে হাজির হন রাহুল।
আরও পড়ুন-
সভানেত্রী সনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি। আপাতত সেখানে মায়ের কাছেই সময় কাটাচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ওই একই মামলায় সনিয়াকেও তলব করেছে ইডি। ২৩ জুন তাঁর ইডি দফতরে যাওয়ার কথা।