মাসখানেক আগে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা ওয়েব সিরিজ 'ফরজি'-র সেই বিখ্যাত দৃশ্যটির কথা মনে আছে? যেখানে গাড়ির মধ্যে থেকে নোটের বোঝা হাওয়ায় উড়িয়ে দিয়েছিল শাহিদ কাপুর অভিনীত চরিত্রটি? ঠিক সেরকমই ঘটনা ঘটল মুম্বইয়ের রাজপথে। নোটবোঝাই ফ্লিপকার্টের ট্রাক (Flipkart truck) থেকে বাতাসে উড়ল শয়ে শয়ে ২,০০০ টাকার নোট! এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ।
আরও পড়ুন: ধর্না থেকে নজর ঘোরাতেই CBI তল্লাশি, BJP-র দিকে অভিযোগ তৃণমূলের
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এশিয়াটিক সোসাইটি অব মুম্বইয়ের (Mumbai) পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক খুলে বেরিয়ে আসছে অসংখ্য গোলাপি রঙের ২,০০০ টাকার নোট (Rs 2,000 currency notes)!
অভিযোগ, এই অনলাইন সেলিং প্ল্যাটফর্ম তাদের 'বিগ বিলিয়ন ডেজ সেল'-এর প্রস্তুতি নিচ্ছিল যেখন, সেই সময়ই এই ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, ২,০০০ টাকার নোট জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছিল ৭ অক্টোবর পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তিপ্রকাশ করে এই কথা জানিয়েছিল। সেদিনই মুম্বইয়ের রাজপথে নোট উড়ে যাওয়ার ঘটনাটি ঘটে।