স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ভারতীয় দূতাবাসের মাথায় বসতে চলেছেন কোনও মহিলা। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব।
এম সুরেশ কুমারের পর ইসলামাবাদে চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) হবেন গীতিকা। এটিই পাকিস্তানের ভারতীয় দূতাবাসের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক পদ। গীতিকা ২০০৫ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার। বর্তমানে বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম সচিবের পদে কর্মরত।
Dengue in West Bengal : একমাসে সংক্রমণ বাড়ল ১০ হাজার ! ভয় ধরাচ্ছে সাম্প্রতিক ডেঙ্গি পরিসংখ্যান
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতীয় কূটনীতিক হিসাবে চিনে কর্মরত ছিলেন গীতিকা। এক সময়ে কলকাতার পাসপোর্ট অফিসেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন গীতিকা।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, খুব শীঘ্রই পাকিস্তান উড়ে যেতে চলেছেন গীতিকা।