আজ ২৫ ফেব্রুয়ারি। ইতিহাসের পাতা ওলটালে দেখা যায় আজকের দিনেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটার ডন ব্র্যাডম্যানের। ব্র্যাডম্যান সেই কিংবদন্তী ব্যাটার যিনি ঘরোয়া ক্রিকেটে মাত্র তিন ওভারেই সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও তিনি টেস্ট ক্রিকেটে ৯৯.৯৪ গড়ে ৬.৯৯৬ রান করেছেন, যা একটি রেকর্ড। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে দু'বার ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তাঁর। ২০০১ সালে আজকের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইতিহাসের পরবর্তী অংশে রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর কথা। যিনি ১৯৬২ সালের ২৫ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং টানা তৃতীয়বারের মতো স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হন।
আরও পড়ুন - অবশেষে সিলমোহর, দিল্লিতে জোট করে নির্বাচনে লড়বে আপ-কংগ্রেস
ইতিহাসের তৃতীয় পর্বে আমরা জানব ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাফল্যের কথা। ২৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে ভারত প্রথমবারের মতো পৃথ্বী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য অর্জন করেছিল। ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এটি ছিল একটি বড় পদক্ষেপ। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতের 'মিসাইল ম্যান' হিসেবে পরিচিত প্রাক্তন রাষ্ট্রপতি এজিপি আব্দুল কালাম আজাদ।