চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান কেমন আছে! চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কতটা সুরক্ষিত আছে ইসরোর পাঠানো এই রোবট। কতটা তথ্য দিতে পারছে এই মহাকাশযান। সবটাই জানাল ইসরো।
ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে রোভার প্রজ্ঞানের গতিবিধি যাচাই করেছেন বিজ্ঞানীরা। রোভার খুব সুন্দর মুনওয়াক করতে পারছে। শুক্রবার সকালেই বিক্রমের গর্ভ থেকে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ৮ মিটার দূরত্বও অতিক্রম করতে পেরেছে প্রজ্ঞান। জানিয়েছে ইসরো।
ইসরোর পক্ষ থেকে জানা গিয়েছে প্রজ্ঞানে ৬টি চাকা রয়েছে। সেকেন্ডে মাত্র ১ সেন্টিমিটার এগোতে পারে এই রোভার। আরও ১৩ দিন এভাবেই মুনওয়াক করবে ভারতের মহাকাশযান। এর শক্তি সৌরলোকের মাধ্যমে তৈরি। চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধ্যা নামলে আর কাজ করতে পারবে না প্রজ্ঞান।