প্রতিবেশীর সঙ্গে সামান্য বিবাদ। তার জেরেই তাঁর নয় বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করল এক নাবালক(Mharastra Crime News)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের কল্যাণ এলাকায়। বৃহস্পতিবার সকালে কল্যাণ থেকে ৯ বছরের ওই বালিকার গলা কাটা দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নামতেই জানা যায়, খুনের আগে ধর্ষণ(Maharastra Rape Case) করা হয় ওই বালিকাকে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বছর ১৫-এর ওই নাবালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে কল্য়াণ স্টেশনের নিকটবর্তী ওই আবাসনের ঘরের বাইরে একা ছিল ওই বালিকা। কিছুক্ষণ পর বালিকার মা এসে আর মেয়েকে দেখতে পাননি। প্রতিবেশীদের থেকেও কোনও সদুত্তর না পেয়ে পুলিশের কাছে যাওয়া মনস্থ করে পরিবার। তারপরেই খবর আসে আবাসনের চত্বরেই ওই বালিকার(Child Rape and Murder Case) গলা কাটা দেহ পড়ে আছে।
আরও পড়ুন- Dilip Ghosh on Bomb Recovered: 'বোমা এখন রাজ্যের একমাত্র শিল্প', তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপের
ঘটনার তদন্তে নামতেই সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে(Maharastra Crime News) শনাক্ত করে পুলিশ। জেরায় সে জানায়, মৃতার বাবা তাকে দিন কয়েক আগে চড় মারে। সেই প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটায় সে।