রাজস্থানের কোটা ছেড়ে পটনায় ফিরে এসেছিলেন অনুরাগ যাদব নামে এক পরীক্ষার্থী। পিসেমশাই তাঁকে 'আশ্বাস' দেন, পরীক্ষার আগেই হাতে চলে আসবে প্রশ্ন। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের ফাঁস হওয়া প্রশ্ন হাতেও পেয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু ফল বেরোতে দেখা যায়, পদার্থবিদ্যায় তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল ৮৫.৮ শতাংশ। জীববিদ্যায় ৫১ শতাংশ পাবেন। কিন্তু রসায়নে তাঁর প্রাপ্ত নম্বর ৫ শতাংশ।
বর্তমানে শ্রীঘরে আছেন ওই পরীক্ষার্থী অনুরাগ যাদব। প্রশ্ন হাতে পেয়েও কীভাবে এত কম নম্বর! তদন্তকারীরা এই প্রশ্ন করেন ধৃত পরীক্ষার্থীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছরের ওই যুবক সাফ জানিয়ে দেন, এক রাতের মধ্যে রসায়নটা আর মুখস্ত হয়নি।
পটনার শাস্ত্রীনগর থানায় অনুরাগ ও প্রশ্নফাঁসে অভিযুক্ত নীতীশ কুমার নামে একজনের স্বীকারোক্তি প্রকাশ্যে আনে পুলিশ।