কর্নাটকে বড় জয়ের পথে কংগ্রেস। এই খবরে বিরোধীদের লোকসভা ভোটের আগে সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেল। সূত্রের খবর, এই মাসের শেষেই দিল্লিতে হতে পারে বিরোধী জোটের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মূলত নীতীশ কুমারের উদ্যোগে দিল্লিতে হতে পারে এই বৈঠক। আগেই ঠিক ছিল কর্নাটকরে ফল দেখেই বৈঠকে বসবেন বিরোধীরা। শনিবারের ফল তাদের উজ্জীবিত করছে বলে দাবি রাজনৈতিক মহলের। সূত্রের খবর, মে মাসের ২৭ বা ২৮ তারিখ এই বৈঠক হতে পারে।
কর্নাটকের ফলে স্পষ্ট ইঙ্গিত দক্ষিণের এই রাজ্যে ক্ষমতা ফিরছে কংগ্রেস। ২০২৪ লোকসভা ভোটের আগে যা বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী বছরের লোকসভা ভোটকে মাথায় রেখে ইতিমধ্যেই বিরোধীদের একজোট করার কাজ শুরু করেছেন নীতীশ কুমার। মমতা, অখিলেশের সঙ্গে বৈঠকের পর সম্প্রতি নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মে মাসের শেষে দিল্লিতে হতে পারে নীতি আয়োগের বৈঠক। ওই বৈঠকে যোগ দেওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই যোগ হয়তো যোগ দিতে পারেন বিরোধী জোটের বৈঠকে।