দেশবাসীর সবচেয়ে বড় পরিচয় আধার কার্ড (Adhaar Card)। প্রত্যেক ভারতবাসীর এই পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক। এবার আধার কার্ড দিয়েই কোনও রকম ওটিপি বা পিন ছাড়া করা যাবে টাকার লেনদেন৷ এই পদ্ধতির নাম Adhaar Enabled Payment system (AePS)।
School boy filled potholes: বাইক দুর্ঘটনায় জখম দাদু, নিজের উদ্যোগে গর্ত বুজিয়ে দিল পণ্ডিচেরির কিশোর
এর সাহায্যে কেবল আধার নম্বর দিয়েই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI স্বীকৃত এই সিস্টেমে আধার নম্বর, আঙুলের ছাপ দিয়েই যাচাই করা যাবে গ্রাহক বা প্রেরককে। এই পদ্ধতি একেবারে নিরাপদ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক।