বালেশ্বরের রেল দুর্ঘটনাস্থলের পরিস্থিতি ভয়ানক । শুক্রবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্টে যাওয়া ট্রেনের কামরাগুলি। এখনও অনেক যাত্রী চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে রেললাইন উপড়ে গেছে। ওভার হেডের তার দলা পাকিয়ে পড়ে রয়েছে মাটিতে এবং রেলের খুঁটিগুলি তুবড়ে গেছে। শুক্রবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, কিছু কামরার অবস্থা অত্যন্ত শোচনীয়। গ্যাস কাটার ব্যবহার করে ওই কামরাগুলিতে ঢোকার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও দীর্ঘক্ষণ রেলের তরফে কাওকে দেখা যায়নি। উদ্ধারকাজে তাঁরাই প্রথম হাত লাগান বলে জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধারকাজে হাত লাগিয়েছে বায়ুসেনার একটি দল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উল্টে যাওয়া বিভিন্ন কামরায় ঢোকার চেষ্টা করছেন ওই দলের সদস্যরা।