পুরীর সমুদ্র সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার (woman's body found in puri)। তরুণীকে হোটেল থেকে অপহরণের পর ধর্ষণ (Rape) করে খুন (Murder) করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। সমুদ্রসৈকত থেকে অন্তর্বাস পরা অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তাঁর মুখ কালচে বর্ণের ছিল, আঙুল ক্ষতবিক্ষত ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, সমুদ্রে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর।
Aindrila Sharma : 'আমার সব্যর ঐন্দ্রিলা', অভিনেত্রীর মৃত্যুর সপ্তাহ পার,সব্য-ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট মায়ের
গত ২৬ নভেম্বর পুরীর পেন্থাকাটা এলাকায় একটি সমুদ্রসৈকত থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। ২৩ নভেম্বর থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। হোটেলের বাইরে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। তা আনার জন্য ঘর থেকে বেরনোর পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যায়নি।
তরুণীর বাবার অভিযোগ, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ঢালা হয়েছে, যাতে তাঁকে চিহ্নিত করতে না পারা যায়। তবে পুলিশের দাবি দীর্ঘ ক্ষণ সমুদ্রের জলে থাকায় মুখ কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আঙুলগুলি বিকৃতি প্রসঙ্গে পুলিশের দাবি, কোনও সামুদ্রিক প্রাণী সেগুলি খেয়ে থাকতে পারে।