১২ বছর অপেক্ষার পর চালু হয়েছে জোকা-তারাতলা (Joka-Taratala) মেট্রো। প্রথম দিনে বিপুল পরিমাণে যাত্রী হলেও ধীরে ধীরে কমেছে যাত্রী সংখ্যা। টিকিটের বিক্রিও কমে গিয়েছে। ফলে দৈনিক ১২ ট্রিপের খরচ তুলতেই রীতিমতো হিমশিম খাচ্ছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)। বাড়ছে ক্ষতির বহর। যা দেখে হতাশ রেল কর্তৃপক্ষ।
সোম থেকে শুক্র, সপ্তাহে পাঁচ দিন জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চলানো হয়। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২টি করে মেট্রো চলে প্রতিদিন। কিন্তু, যাত্রী সংখ্যা ক্রমশই হতাশ করছে রেলকে। লাভ তো দূরের কথা। যে পরিমাণ টাকা খরচা হচ্ছে সেই খরচের টাকাও তুলতে পারছে না রেল। যদিও মোমিনপুর পর্যন্ত মেট্রো চালু হলে এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলেই আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- রেললাইনে ফাটল, তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে পরিষেবা ব্যাহত, সমস্যায় যাত্রীরা