বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেলেন সদ্য চাকরি হারানো গ্রুপ-ডি কর্মীরা। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তাঁরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছে বলেই খবর। চাকরি হারানো কর্মীদের হয়ে আদালতে লড়তে নেমেছেন আইনজীবী অরুণাভ ঘোষ, অনিন্দ্য লাহিড়ী এবং পার্থ দেববর্মণ।
সম্প্রতি স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের ভিত্তিতেই আদালতে জমা দেয় রিপোর্ট সিবিআই। সেখানে বলা হয়, ১৬৯৮ জনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে অস্বচ্ছতা রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই গ্রুপ-ডি কর্মীদের নোটিশ ধরায় আদালত।