ইডি দফতরে হাজিরা দিলেন ম্যাজিশিয়ান পিসি সরকার। হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয় তাঁকে। শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্সে যান তিনি। সঙ্গে আছেন তাঁর মেয়ে। সূত্রের খবর, একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে। এর আগে এই মামলাতেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ইডি সূত্রে খবর, এবার তাঁর বয়ান রেকর্ড করা হবে।
টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে তল্লাশি তালানো হয়েছিল। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। এরপরই পিসি সরকারকে তলব করা হয়।