রবিবার সকালে সাময়িক উত্তেজনা শিয়ালদহে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সমর্থক। অভিযোগ বিজেপি হটাও স্লোগান দেওয়ার। এইটুকু বাদ দিলে শনিবার রাত থেকেই কলকাতার পথে যুব সংগঠনের কর্মী, সমর্থকরা।
হাওড়া, শিয়ালদহ-সহ মোট সাতটি মিছিল এদিন মিশবে ব্রিগেডে। ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া থেকে লোক ভরতে শুরু করেছে ময়দানে। কেউ এসেছেন ট্রেনে করে, কেউ বা আবার বাসে চেপে। সবারই আগ্রহ কী বললেন যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় ? গত ৫০দিন ধরে কোচবিহার থেকে কলকাতায় তাঁর নেতৃত্বে ইনসাফ যাত্রা করেছে বামেদের যুব সংগঠন।
এদিন ব্রিগেডের মঞ্চে মূল বক্তা মীনাক্ষি। যিনি এখন দলীয় কর্মীদের কাছে ক্যাপ্টেন বলেই পরিচিত। রাজ্য রাজনীতির কারবারিরাও তাকিয়ে তাঁর বার্তার দিকে। কারণ, ইতিমধ্যেই সিপিএমের অন্দরেও মুখ বদলের দাবি উঠছে। সেই দাবিতে এদিন সিলমোহর বসার ইঙ্গিত পাওয়া যাবে কীনা, তার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।