রবিবার বদলে যাচ্ছে মেট্রোর সময়। কেন জানেন ? কারণ, ওই দিন সিভিল সার্ভিসের পরীক্ষা। সেই কারণে, সকাল ৯টার বদলে প্রথম মেট্রো চলবে সকাল সাতটা থেকেই। মেট্রো জানিয়েছে, ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মোট আটটি অতিরিক্ত মেট্রো চলানো হবে। ওই দিন পরীক্ষার্থীদের জন্য কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের দিক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটাতে।
এমনিতে রবিবার এই লাইনে মেট্রো চলে মোট ১৩০টি। এই রবিবার পরীক্ষার জন্য মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। সকাল সাতটা থেকে সকাল ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে আধ ঘণ্টার ব্যবধানে মেট্রো মিলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শেষ পরিষেবার সময় কোনও বদল করা হয়নি।
এর আগেও, উৎসবের মরশুমে স্পেশাল মেট্রো চালিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে, পুজো এবং ইডেনে আইপিএল সময়ও বিশেষ মেট্রো চালানো হয়েছে।