রাজ্যে শিক্ষা দুর্নীতিতে ফের কড়া কলকাতা হাইকোর্ট। এবার প্রাথমিকের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার টেট সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতা করলে তৃণমূলের পলাশিপাড়ার বিধায়ককে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। যদিও মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেও, এখনও কিছু করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মানিককে সিবিআইতে হাজির হতে নির্দেশের পাশাপাশি, টেটে ওএমআর শিট নষ্টের ঘটনায় সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই ব্যাপারে জেরা করতেই মানিক ভট্টাচার্যকে এদিন সিবিআই দফতরে যেতে বলা হয়েছে। কারণ, এই ব্য়াপারে মানিকের যোগ কতটা, তা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় অফিসাররা। সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যাপারে মানিক যদি অসহযোগিতা করেন, তাহলে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মূলত শেষ টেটে উত্তরপত্র নষ্ট করার অভিযোগ করা হয়েছিল। অভিযোগ মোট ১২ লাখের বেশি ওএমআর শিট নষ্টের। সেই মামলাতেই এদিন মানিক ভট্টাচার্যকে সিবিআই হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মামলার পরবর্তী শুনানি ১ নভেম্বর।