বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে বর্তমানে পুরীর কাছাকাছি রয়েছে । যার জেরে উত্তাল সমুদ্র । আজ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । এদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ৭ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও বাঁকুড়ায় । বুধবার তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে । সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর । বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া,মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে । শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে । তবে বৃষ্টি হলেও গরম কমবে না । আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ।
মঙ্গলে কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে । ভোর থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে ।