গত কয়েকদিন ধরেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গ বাসী (South Bengal)। সপ্তাহের প্রথম দিন গরম পিছু ছাড়বে না কলকাতা সহ বেশ কিছু জেলায়। সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। তার সঙ্গে বাড়ছে ভ্য়াপসা গরম। বিকেল নাগাদ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি (Heavy Rainfall) চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গের ৫ জেলা ও দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হবে। কলকাতায় (Kolkata Weather) আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি কিছুটা বাড়বে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: অতিমারীতে পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন গৌরী, করণকে নিজেই বলেছেন শাহরুখ
এদিনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনায়। বৃষ্টি হলেও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।