রোজ কোনও না কোনও বহুজাতিক সংস্থায় কর্মী ছাঁটাই-এর খবর সামনে আসছে। এরই মধ্যে দেশের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেল, তরুণ প্রজন্মের মধ্যে ৮৮ %ই চলতি বছরে চাকরি বদলাতে উন্মুখ।
লিঙ্কড ইন-এর সমীক্ষা বলছে, জেন জি, অর্থাৎ ১৮ থেকে ২৪- বছর বয়সি জনসংখ্যার প্রতি ৫ জনের ৪ জনই চাকরি বদলাতে চাইছেন। ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে সেই প্রবণতা ৬৪ শতাংশের।
Kabul-Taliban Administration: চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
তবে, সবাই যে একই কারণে চাকরি বদলাতে চাইছেন, এমনটা নয়। ৩৫ শতাংশের মুল কারণ আর্থিক নিরাপত্তা, ৩৩% পেশাগত-ব্যক্তিগত জীবনে সুন্দর একটা ব্যালেন্স করতে চেয়ে চাকরি বদলানোর কথা ভাবছেন। বাকি ৩২ % মনে করছেন, তাঁদের দক্ষতার বিচারে আরও ভাল চাকরির সুযোগ রয়েছে।