এ বছরই বাংলার দুর্গা উৎসব বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে ইউনেস্কোর বিচারে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যেই এই উতসবকে জানার ইচ্ছে আরও বেড়েছে। তাই ঠিক এই সময়েই ফ্রান্স থেকে চলে এসেছেন একদল পর্যটক।
কলকাতার জিএমআইটি কলেজের সঙ্গে ফ্রান্সের বাসাটী সংস্থার একটি চুক্তি হয়েছে সম্প্রতি, সেই সংস্থাতেই কর্মরতদের কয়েকজন আপাতত এ শহরের অতিথি। পেশায় ইঞ্জিনিয়ার ওরা। ভাবছেন পেশা হিসেবে নিতান্ত কেঠো? কিন্তু নেশা তো সারা বিশ্বকে জানা। তাই বাংলার সংস্কৃতির একটু স্বাদ পেতে বেছে নিয়েছেন এমন সময়। রথ দেখা, কলা বেচা দুই-ই হবে,
এক ঝাঁক কলেজ পড়ুয়ার সঙ্গে দেখা করতে, ওদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে তাই বেছে নিয়েছেন শারোদোৎসবের সময়টাই।
শহরের সেরা পঁচিশটি পুজো ঘুরে ঘুরে দেখবেন ওঁরা। গির্জার ঘণ্টায় অভ্যস্ত কান প্রথমবার শুনবে ঢাকের শব্দ।