মঙ্গলবার সারা দেশুজুড়েই হিন্দুরা পালন করছেন অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় এই অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস রয়েছে, এই দিন শুভ, নতুন কিছু শুরু করারা জন্য অনেকেই তাই বেছে নেন অক্ষয় তৃতীয়ার দিনটি। অক্ষয় অর্থ যার ক্ষয় নেই। তাই ধর্মীয় বিশ্বাস, যা কিছু অক্ষয় করতে চায় মানুষ, এই শুভ দিনে তার শুরু হোক।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট (Akshaya Tritiya 2022 Timings)
তৃতীয়া তিথি শুরুর সময়: ১৯ বৈশাখ, ৩ মে, ভোর ৫ টা ২০ মিনিট।
তৃতীয়া তিথি শেষের সময়: ২০ বৈশাখ, ৪ মে, সকাল ৭ টা ৩৩ মিনিট।
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার নির্ঘণ্ট
তৃতীয়া তিথি শুরুর সময়: ১৮ বৈশাখ, ২ মে, রাত ৩ টে ১৬ মিনিট ৭ সেকেন্ড।
তৃতীয়া তিথি শেষের সময়: ২০ বৈশাখ ৪ মে, ভোর ৫টা ২৫ মিনিট ৮ সেকেন্ড।