দুর্গাপুজোর আগে পার্লার যাওয়ার সময় নেই? ঘরেই রয়েছে, এমন কিছু জিনিস দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন চটজলদি ফেস প্যাক। এ ক্ষেত্রে পেঁপে ভীষণ কার্যকর।
পেঁপের মধ্যে থাকা পাপাইন খুব ভাল উৎসেচক। এ ছাড়া পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ। যার ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে খুব কাজে দেয় পেঁপের ফেস প্যাক (Papaya facepack)।
জোরে হাসলে অথবা কাশলে প্রস্রাব হয়ে যাচ্ছে? সঠিক সময়ে সাবধান হোন
আমাদের ত্বকের মৃত কোষ উপড়ে ফেলতে এবং ক্লিনসার হিসেবে ভাল কাজ করে পেঁপে। বেশ কয়েক রকমের পেঁপের ফেসপ্যাক বানানোর পরামর্শ দিলেন শেহনাজ হুসেইন।
মুখে মিনিট ২০ পাকা পেঁপে (ripe papaya) মেখে রাখলে মুখ খুবই উজ্জ্বল হয়। পেঁপের সঙ্গে শশা মিশিয়ে পেস্ট করে মাখলে খুব উপকার পাওয়া যায়। চোখের চারপাশে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিলে চোখের তলার কালি দূর হয়।
নর্মাল এবং ড্রাই স্কিনে সপ্তাহে বার দুয়েক হাফ কাপ পাকা পেঁপের সঙ্গে দু'চা চামচ গুঁড়ো দুধ (milk powder) আর এক চামচ মধু (honey) মিশিয়ে পেস্ট বানিয়ে ২০ মিনিট মুখে গলায় লাগিয়ে রাখলে দারুণ কাজ দেয়।
স্লিপ অ্যাপনিয়ার কারণেই মাত্র ৬৯ বছরে চলে গেলেন বাপ্পি লাহিড়ি, এই অসুখ সম্পর্কে আপনি কতটা জানেন?
তিন চামচ ওটসের (oats) সঙ্গে পাকা পেঁপে আর একটু দই (yoghurt) মিশিয়ে সপ্তাহে দু তিন বার ব্যবহার করা যেতে পারে। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। তাহলে ত্বক উজ্জ্বল হবে, ট্যান দূর হবে।
পাকা পেঁপের ছাল ছাড়িয়ে মুখে ঘষলেও অনেক উপকার হয়। সামান্য মধু মিশিয়ে নিলে আরো ভাল। ২০ মিনিট পর মুখ ধুয়ে নিতে হবে। বডি স্ক্রাব করার জন্য পাকা পেঁপে একটু তিলের বিজ আর অলিভ অয়েল মিশিয়ে সারা গায়ে মেখে স্নানের সময় ধুয়ে নিতে হবে।