সপ্তাহে তিনটে দিন ছুটি (three day weekend), চার দিন কাজ! এই ব্যবস্থায় কাজের ট্রায়াল চলল টানা ছ'মাস। সারা বিশ্বে এত বড় আকারে ট্রায়াল এই প্রথম হল ব্রিটেনে। ফলও মিলেছে হাতেনাতে। প্রথম দফার ট্রায়ালের ফলাফল বলছে, সপ্তাহে কাজের দিন কমিয়ে, ছুটির দিন তিন দিন করলে কর্মীদের থেকেও ভাল মানের কাজ পাচ্ছে সংস্থাগুলো।
২০২২ এর জুন থেকে ডিসেম্বর, এই ছ'মাসের জন্য একটি ট্রায়াল চালিয়েছে ৬১টি ব্রিটিশ ফার্ম। সংস্থাগুলির ২,৯০০ জন কর্মীর সাপ্তাহিক ৩৪ ঘণ্টা কাজ করেছে। কাজের সময় কমিয়ে দেওয়ার জন্য বেতনের কোনও অংশ কাটা হয়নি।
ট্রায়ালের ফলাফল বলছে, ৬১ টির মধ্যে ৫৬টি সংস্থায় এই সেট আপেই কাজ চালিয়ে যেতে চায়। কারণ, এই নতুন নিয়মে কাজ করার ফলে ৭১ শতাংশ কর্মীর স্ট্রেস কমেছে, কাজ নিয়ে সন্তুষ্টি বেড়েছে ৪৮ শতাংশ কর্মীর। এ ছাড়া, উদ্বেগ, ক্লান্তি, ঘুমের সমস্যাও অনেক কমেছে কর্মীদের। সব মিলিয়ে মানসিক এবং শারীরিরিক সার্বিক উন্নতি হয়েছে।
প্রসঙ্গত, কর্মীদের সপ্তাহে ৪ দিন কাজ করে ৩ দিন সবেতন ছুটি পাওয়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে আমাদের দেশের কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকও।